ফরিদপুর প্রতিনিধি-ফরিদপুর জেলার ৪টি আসনে মনোনয়ন জমা দেয়া মোট ৪১ জন প্রার্থীর মধ্যে ২১ জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষনা করেছেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
রবিবার বেলা ১১ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই বাছাই শুরু হয়। প্রথমে ফরিদপুর ১ আসনে যাচাই বাছাইতে মোট ৫ জন প্রার্থীর, ফরিদপুর ২ আসনে ১ জন প্রার্থীর, ৩ আসনে ৫ জন প্রার্থীর ও ফরিদপুর ৪ আসনে ১০ জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষনা হয়।
বেশীর ভাগ ক্ষেত্রেই অবৈধ ঘোষিত হয় স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন। জমা দেয়া ভোটার লিস্টে গড়মিল ছিল তাদের প্রত্যেকের। এছাড়াও সিপিবি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, ন্যাশনাল পিপলস পর্টি, জাসদ ও গনতান্ত্রিক ফ্রন্ট এর ১ জন করে প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে মনোনয়ন ফরম যথাযথ ভাবে পূরন না করায়। তবে এই বাদের তালিকায় বড় দুই দলের কেউ নেই।
এসময় জেলা প্রশাসক ও জেলা রির্টার্নিং কর্মকর্তা উম্মে সালমা তানজিয়া বলেন, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা ৩ দিনের মধ্যে আপীল করতে পারবেন নির্বাচন কমিশন বরাবর। #