হবিগঞ্জের মাধবপুরে দুর্বৃত্তদের হামলায় এক ব্যবসায়ীর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ০১, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে দুর্বৃত্তদের হামলায় এক ব্যবসায়ীর মৃত্যু

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি- হবিগঞ্জের মাধবপুরে দুর্বৃত্তদের দায়ের কোপে রাশেদ মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত রাশেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মৃত চান মিয়ার পুত্র।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, রাশেদ মিয়া মাধবপুর উপজেলার শ্যামলীপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে স্থানীয় বাজারে ষ্টেশনারী ব্যবসা করতেন। প্রতিদিনের মতো শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তিনি এবং তার শ্যালক জীবন মিয়া (১৫) বাসায় ফিরছিলেন। বাসার সামনে আসা মাত্রই একদল দুর্বৃত্ত রাশেদ মিয়াকে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। 
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাত সাড়ে  তিনটার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিংসক রাশেদ মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়েই  উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।  
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার  তার মৃত্যু হয়।ওসি আরো জানান, মরদেহ ঢাকা থেকে নিয়ে আসার প্রস্তুতি চলছে। হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here