সঞ্জিব দাস, ফরিদপুর থেকে ঃ
টেকনো মিডিয়া লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক, বেঙ্গল ব্যাংকের পরিচালক সিআইপি ড. যশোদা জীবন দেবনাথ চতুর্থবারের মতো তার নিজ এলাকা ফরিদপুরের ধোপাডাঙ্গা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
ঢাকা বোর্ড থেকে গত সপ্তাহে তাকে সহ আরো দুই সদস্যকে নিয়ে এই এ্যাডহক কমিটি গঠন করে চিঠি পাঠানো হয়। আর এ উপলক্ষে স্কুলের প্রধান শিক্ষক ইমরুল কবির জিহাদ ও আরেক এ্যাডহক সদস্য ঢাকায় তার নিজ অফিসে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ ব্যাপারে ড. যশোদা জীবন দেবনাথ বলেন, আমি এ নিয়ে স্কুলের চতুর্থবারের মতো ফরিদপুরের ধোপাডাঙ্গা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলাম। এ স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে স্কুলের ব্যাপক উন্নয়ন শুরু করি। এছাড়া স্কুলের ছাত্র-ছাত্রীদের ই টেকনোলজির উপর গুরুত্ব আরোপ করে তাদের মধ্যে ল্যাপটপ প্রদান করা হয় প্রতি বছর। তিনি আরো বলেন আমার এ দায়িত্ব প্রথম থেকে পাওয়ার পর থেকেই স্কুলের ব্যাপক উন্নয়নে কাজ করে যাচ্ছি। এবার আমি আবার নির্বাচিত হয়েছি এখন সকলকে সঙ্গে নিয়ে স্কুলের উন্নয়নে আরো বেশী কাজ করে যাব।
এদিকে তার মতো একজন শিল্পপতি আবারো তার নিজ এলাকার স্কুলের সভাপতি নির্বাচিত হওযায় স্কুলের ছাত্র-শিক্ষক ও এলাকবাসী মিষ্টি বিতরন করেছে।

