হারুন অর রশিদ দোয়ারাবাজার-দোয়ারাবাজার উপজেলার এসডিসি সমষ্টি প্রকল্প আইডিয়া ও কেয়ার বাংলাদেশের সহযোগিতায় বিভিন্ন গ্রাম থেকে আসা ২৮ জন এসসিএ দলের সামাজিক উন্নয়ন বৃদ্ধিমুলক কার্যক্রম এগিয়ে চলছে।
এছাড়া ও সমাজ পরিবর্তন সঞ্চালন এসসিএ - গণের জন্য দায়িত্ব খোলা পায়খানা স্বাস্থ্য স্যানিটেশন পানিয় জল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত। মঙ্গল বার সকাল ১১ টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়। এসময়
অবহেলিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সম্মত পায়খানা স্যানিটেশন তাদের সঞ্চয় বৃদ্ধি মুলক কার্যক্রমের পাশা পাশি আর্সেনিকে ক্ষতিকর দিক গুলো আলোচনা করেন দোয়ারাবাজার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের নাজমুল ইসলাম।
বিষয় বস্তূ পাঠ করেন আইডিয়া প্রকল্পের এফ এফ সুজিত কুমার দাস, এফ এফ খোরশেদ আলম প্রমুখ।