ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের নব নির্বাচিত ছাত্র সংসদ(রুকসু) এর অভিষেক অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ২৭, ২০১৯

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের নব নির্বাচিত ছাত্র সংসদ(রুকসু) এর অভিষেক অনুষ্ঠিত


ফরিদপুর প্রতিনিধি :
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে দক্ষিন বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র সংসদ(রুকসু) ২০১৮-২০১৯ এর নব নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১২টায় কলেজের মাঠ চত্বরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র সংসদ(রুকসু)র অভিষেক-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।

সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য দেন সিরাজগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশীদ, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান পিপিএম প্রমুখ।
এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও কলেজ পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো হয়। পরে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী ছাত্রলীগ মনোনীত মারুফ-সজল-গোপাল পরিষদের নবনির্বাচিত সকলকে শপথ বাক্য পাঠ করান।

বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন নগরবাউল খ্যাত জেমস, কনা, ইমরান, পূর্ণিমা, ফেরদৌস, পপি, মেহজাবিন।

Post Top Ad

Responsive Ads Here