ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ২৬, ২০১৯

ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা প্রদান


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা দেয়া হয়েছে।
 
মঙ্গলবার দুপুর ১২টায় কবি জসিম উদ্দিন হলে ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।
 
ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা কবির আলম মাও প্রমুখ।
 
এসময় প্রধান অতিথি দেশের বীর সন্তানদের ভূমিকা গৌরবের সাথে স্মরন করেন এবং তাদের আত্মত্যাগ জাতির জন্য এক মহান গৌরব গাথাঁ হিসেবে উল্লেখ করেন।
 
পরে ৩৯৮জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের হাতে প্রধান অতিথি প্রাইজবন্ড তুলে দেন।

Post Top Ad

Responsive Ads Here