নগরকান্দায় ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভূত, অগ্নিদগ্ধে একজনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ২০, ২০১৯

নগরকান্দায় ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভূত, অগ্নিদগ্ধে একজনের মৃত্যু



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দায় ভয়াবহ অগ্নিকান্ডে একই বাড়ীর ৮টি বসতঘর ভস্মিভূত হয়েছে। বুধবার দুপুর দুইটার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বিনোকদিয়া গ্রামে বিনোকদিয়া বাজার সংলগ্ন ব্যাপারী বাড়ীতে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানাগেছে। অগ্নিকান্ডে ৮টি পরিবারের ৮টি ঘর সম্পুর্ন ভস্মিভুত হয়।
 
খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সালথা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনা স্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয়জদ্দিন ব্যাপারীর স্ত্রী তৃষ্ণা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে বলে জানাগেছে।
 
এ ছাড়াও পাশ্ববর্তী বিনোকদিয়া বাজারের কাচাঁ তরকারী বিক্রির ৮টি টংঘর ভস্মিভূত হয়। এলাকাবাসি জানায় তোতা ব্যাপারীর রান্না ঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা স্থানীয় ভাবে আগুন নেভানোর আপ্রান চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ৮টি পরিবারের ৮টি বসত ঘর ও বাজারের ৮টি টংঘর ভস্মিভূত হয়। তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দিন, ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোমতাজ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবীর, লস্করদিয়া ইউপি চেয়ারম্যান হাবীবুর রহমান বাবুল তালুকদার। এসময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।   
 

অপরদিকে সালথা উপজেলার ভাওয়াল গ্রামের ছলে মাতুব্বরের বাড়ীতে অগ্নিকান্ডে দুটি গরু ও দুটি ছাগল ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে ছলে মাতুব্বরের গরুর ঘরের মশা তাড়ানো কয়েলের আগুন থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়। ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রন করেন।

Post Top Ad

Responsive Ads Here