ফরিদপুর সংবাদদাতা :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৮তম বর্ষপূর্তি পালিত হয়েছে।বুধবার সকালে ভাঙ্গা প্রেসক্লাবের অস্থায় কার্যালয়ে কেক কাটা ও আলোচনার সভার মধ্যদিয়ে অনুষ্ঠানটি পালিত হয়। ভাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি আলহাজ্ব সাইফুল্লাহ শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অংশ নেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম ও উপজেলা নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ ইসাহাক মোল্লা, ভাঙ্গা হাইওয়ে থানার ওসি শেখ মাহফুজার রহমান,ঘারুয়া ইউপি চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা,ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সি, প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি হাজী আঃ মান্নান।
প্রধান অতিথি বলেন, দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৯তম বর্ষে পদার্পন করায় অভিনন্দন জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য যথেষ্ট সুনাম রয়েছে বলে তিনি প্রসংসা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে গাজী রবিউল ইসলাম বলেন, ভোরের ডাক পত্রিকাটি ২৮ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে, আমরা এ পত্রিকার উত্তারোত্তর সাফল্য কামনা করছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি অজয় দাস, যায়যায়দিনের প্রতিনিধি দিলীপ দাস, রির্পোটার্স ইউনিটির সভাপতি জাকির মুন্সি, সাধারণ সম্পাদক রাহাত বেগ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান মুন্সি, চ্যানেল এস বাংলার প্রতিনিধি সাইফুল ইসলাম সাকিল, সাংবাদিক সালমান মুন্সি প্রমূখ।