মেহের আমজাদ,মেহেরপুর-
স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে মেহেরপুরে ডাঃ তাহের ও ডাঃ লীনা ম্যাটস এর উদ্যোগে আলোচনা সভা, র্যালী ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
গতকাল শনিবার সকালে প্রতিষ্ঠানের মিলনায়তনে ডাঃ তাহের সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডাঃ মেলিনা সুলতানা, আঃ সালাম প্রমুখ। পরে সেখানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।এর আগে স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। ডাঃ তাহের সিদ্দিকীর নেতৃত্বে র্যালিটি কলেজ সড়ক প্রদক্ষিণ করে।