মেহের আমজাদ,মেহেরপুর -ধর্ষণ,শিশু হত্যা,অপহরণের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ”এই শ্লোগানে ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারী সিরাজউদ্দৌলা ও সহযোগীদের এবং পবিএ কোরআন, কাবা শরীফ ও প্রিয় নবী (সঃ) অবমামনাকারী নাস্তিক সিফাতুল্লাহ’র ফাঁসির দাবীতে মেহেরপুর শহরে মানববন্ধন করেছে অংকুর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনের ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অংকুর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সুশীল সমাজের প্রতিনিধি, নারী নেত্রী, উন্নয়ন কর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, অংকুরের সভাপতি নাসিম রেজা বাধন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মুন, সহ-সভাপতি হুসাইন কাদের সাজু,সাধারণ সম্পাদক সাজ্জাদ রহমান সান,এনসিটিএফ সভাপতি মেহেরাব হোসেন,কবি সুখি ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সরকারের কঠোর অবস্থান না থাকার কারণে দিনে দিনে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। নুসরাতের ঘটনা শুরু থেকে গুরুত্ব সহকারে দেখলে তার এই মর্মান্তিক মৃত্যু হতো না বলেও তারা মন্তব্য করেন।
মানববন্ধন থেকে অবিলম্বে নুসরাত হত্যাকান্ডে জড়িদের এবং পবিত্র কোরআন, কাবা শরীফ ও প্রিয় নবী (সঃ) অবমামনাকারী নাস্তিক সিফাতুল্লাহকে দ্রত গ্রেফতার করে দৃষ্টাস্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন করতে সরকারের কঠোর অবস্থানের দাবি জানানো হয়। মানববন্ধন থেকে বক্তারা আরও বলেন,সারা দেশে একের পর এক ধর্ষন ও শিশু নির্যাতন হলেও দৃষ্টান্ত মূলক শাস্তি হচ্ছেনা। এর ফলে এধরনের অপরাধ বার বার ঘটছে।