জলঢাকায় শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ২১, ২০১৯

জলঢাকায় শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট নয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
 এতে মকছুদার রহমান আমিন ৮নং ব্যালটে ৪২৫ ভোট পেয়ে ১ম,সাবেক মেম্বার এজাহারুল হক ২নং ব্যালটে ৪২১ ভোট পেয়ে ২য়,কালা মামুদ ৫নং ব্যালটে ৪২০ ভোট পেয়ে ৩য় ও কৈমারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রাজ্জাক ১নং ব্যালটে ৩৭২ ভোট পেয়ে ৪র্থ স্থান করে সদস্য পদে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষি মহিলা সদস্য পদে অঞ্জলী রানী রায় নির্বাচিত হয়েছেন।এছাড়া কমিটিতে দাতা সদস্য প্রধান শিক্ষক আব্দুল বাকী,শিক্ষক মকবুল হোসেন,মাজেদুল ইসলাম,সংরক্ষিত মহিলা শিক্ষিকা মাধবী লতা রায়,রফিকুল ইসলাম প্রমূখ। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০ থেকে ভোট গ্রহন শুরু হয় চলে বিকাল ৪ টা পর্যন্ত। নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। এ নির্বাচনে অন্যান্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছে এনামুল হক ৩নং ব্যালটে ২১০,এমদাদুল হক ৪নং ব্যালটে ২৬২,জহুরুল ইসলাম দাবারু ৬নং ব্যালটে ২৪৯,নওয়াব আলী ৭নং ব্যালটে ২৯৬ ও সিদ্দিকুর রহমান মিলন ৯নং ব্যালটে ৩৬৮ ভোট। স্কুল সূত্রে জানা যায়,মহিলা ১৩জনসহ মোট ভোটার ১হাজার ১শত ৩১জন এর মধ্যে ৯শত ৯জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট পড়েছে ৮০.৩৭%। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনিকভাবে কড়া নজরে রেখেছিল এএসআই মুকুল চন্দ্র বর্মন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও গ্রাম্য পুলিশ খরিজুল ইসলাম প্রমুখ। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।কোনরকম অনিয়ম হতে দেইনি। নির্বাচন বিষয়ে স্থানীয় চেয়ারম্যান প্রাণজিৎ কুমার রায় বলেন,নির্বাচন সুষ্ঠু ও অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামুলক হয়েছে। যারা নির্বাচিত হয়েছে তাদেরকে অভিনন্দন। নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক জানান,ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রয়োগ করেছে।অনেক ভোটার দুর দুরান্ত থেকে ছুটে এসেও ভোট দিয়েছে। এজন্য ভোটার উপস্থিতি তুলনামূলক অনেক বেশি।

Post Top Ad

Responsive Ads Here