আবু মুসা, বড়াইগ্রাম প্রতিনিধি -
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় ট্রাক চাপায় লিটন নামে এক পরিবহণ ব্যবসায়ী নিহত হয়েছে।বনপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল আলিম জানান,দুপুরে স্থানীয় পরিবহণ ব্যবসায়ী লিটন মোটরসাইকেলে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন।এসময় বনপাড়া বাইপাস এলাকায় তামাকবাহী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন লিটন। পুলিশ চালক সজিব সহ ট্রাকটি আটক করেছে। চালক সজিবের বাড়ী কুষ্টিয়া জেলার আলাউদ্দিন নগর গ্রামে!নিহত পরিবহন ব্যবসায়ী লিটনের বাড়ি বনপাড়া উপজেলার,আটঘরিয়া ভবানীপুর গ্রামের দুধু মিয়ার ছেলে।