ফরিদপুরের সালথায় দেশীয় শিল্প বাচাঁতে বিড়ি ভোক্তাদের মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ১০, ২০১৯

ফরিদপুরের সালথায় দেশীয় শিল্প বাচাঁতে বিড়ি ভোক্তাদের মানববন্ধন



নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : 

বিড়ির ওপর বৈষম্যমূলক শুল্ক প্রত্যাহার ও এ শিল্পের সাথে জড়িতদের বেকারত্বের হাত থেকে বাচাঁতে বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণার দাবিতে ফরিদপুরের সালথায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিড়ি ভোক্তারা।

বৃহস্পতিবার বিকেলে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গ্রামের বাড়ী  সংলগ্ন সড়কে এ মানববন্ধন ও বিক্ষাভ কর্মসূচি পালিত হয়। পরে সংসদ উপনেতার প্রতিনিধির হাতে স্বারকলিপি তুলে দেন তারা। 

মানববন্ধনে বিড়ির উপর অর্পিত কর প্রত্যাহার, বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা, বিদেশি সিগারেট বাংলাদেশে বিক্রি বন্ধ করা, বাজেটে বিড়ি ও সিগারেটের ওপর আরোপিত কর বৈষম্য দূরকরাসহ ৭ দফা দাবি তুলে ধরেন বিড়ি ভোক্তা পক্ষের ফরিদপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম। 

এ সময় তারা বলেন, বিড়ি ও সিগারেট একই জাতীয় পণ্য হলেও বাজেটে বিড়ির তুলনায় সিগারেটের দাম কম বৃদ্ধি পায়। বিদেশি তামাক কোম্পানীগুলোকে বেশি সুবিধা দেওয়ায় দেশীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্থ হয়ে বন্ধ হওয়ার উপক্রম। ফলে দেশীয় এসব প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়বে। বক্তারা দেশীয় এ শিল্পকে বাচাঁতে ব্যবস্থা গ্রহনে সরকারের প্রতি আহবান জানান। 

Post Top Ad

Responsive Ads Here