ফরিদপুরের নগরকান্দায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিতকরণ কর্মশালা - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Tuesday, May 28, 2019

ফরিদপুরের নগরকান্দায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিতকরণ কর্মশালা


 
ফরিদপুর প্রতিনিধি :
 
ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এই ¯েøাগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
এমসিএইচ ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ’র সভাপতিত্বে কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ নিরাপদ প্রসব নিশ্চিতকরণে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (এমসিএইচ সার্ভিসেস) ডাঃ তৃপ্তি বালা।
 
আরো বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগের পরিচালক (অতিরিক্ত সচিব) ব্রজ গোপাল ভৌমিক, ফরিদপুর জেলা সিভিল সার্জন ডাঃ মহাঃ এনামুল হক, বিএমএ ফরিদপুর শাখার সভাপতি ডাঃ জাহাঙ্গীর হোসেন টিটো, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোহাম্মাদ আলী সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, ফরিদপুর মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ দিলরুবা জেবা, সহকারী পরিচালক ডাঃ ছানোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ ও পঃ পঃ কর্মকর্তা নুরুল ইসলাম, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি বোরহান আনিস, ইউপি চেয়ারম্যান হাবীবুর রহমান বাবুল, মিজানুর রহমান মিজান, কাজী আবুল কালাম, আরিফ হোসেন, কবির হোসেন ঠান্ডু প্রমূখ। অনষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এইচএম মশিউর রহমান।


No comments: