ফরিদপুরে বিড়ি শ্রমিক ফেডারেশন ও ভোক্তা পক্ষের ৭ দফা দাবিতে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ১৫, ২০১৯

ফরিদপুরে বিড়ি শ্রমিক ফেডারেশন ও ভোক্তা পক্ষের ৭ দফা দাবিতে মানববন্ধন


ফরিদপুর প্রতিনিধি :
বাজেটে বিড়ির ওপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার, বিদেশী সিগারেট বন্ধ করা, বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষনা করাসহ ৭ দফা দাবিতে বিড়ি শ্রমিক ফেডারেশন ও ভোক্তা পক্ষ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
 
বধুবার বিকেল ৪টায় ফরিদপুরের শহরের পুরাতন বাসষ্টান্ড এলাকায় মানববন্ধন শেষে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি পাঠানো হয়।
 
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ সামসু শেখ, সাধারন সম্পাদক মোঃ করিমসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের বিড়ি শ্রমিকেরা।
 
মানববন্ধনে বক্তারা বলেন, মেহনতি ও গরীব মানুষেরা এ শিল্পের সাথে জড়িত। ভারতে এ শিল্পকে কুটির শিল্প ঘোষনা করা হয়েছে। অথচ আমাদের দেশে বিদেশী সিগারেটে ভ্যাট না বসিয়ে বিড়ি শিল্পকে ধ্বংশ করার জন্য শুল্ক আরোপ করা হচ্ছে। তারা এসময় এটাকে রীতিমত অন্যায় একটি পদক্ষেপ বলে উল্লেখ করেন। এছাড়া বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে ঘোষনার দাবি করেন সরকারের কাছে।

Post Top Ad

Responsive Ads Here