ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর শহরের ভাটি লক্ষিপুর এলাকার বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম মনিরের বাসায় গত সোমবার দিবাগত রাতে এক ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা তার স্ত্রী জাজরিয়া আক্তার মুক্তিকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে আহত করে।
ফরিদপুর শহরের ভাটি লক্ষিপুর এলাকার বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম মনিরের বাসায় গত সোমবার দিবাগত রাতে এক ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা তার স্ত্রী জাজরিয়া আক্তার মুক্তিকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে আহত করে।
মোঃ শফিকুল ইসলাম মনি জানান, গত সোমবার রাত সাড়ে তিনটার দিকে ৪/৫ জন ডাকাত আমার বাড়ীর পিছনের গেট ভেঙ্গে ভিতরে ঢুকে। এসময় তারা দুটি ষ্টীলের আলমারীর তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্নলংকার ও একটি মোবাইল নিয়ে যায়। তিনি বলেন ডাকাতি করার সময় তারা আমার স্ত্রীকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে আহত করে।
ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম জানান, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠায়। এছাড়া সকালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুল ইসলাম ও আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনি বলেন, বিষয়টি দেখে যেটা মনে হচ্ছে চোর হয়ে ঘড়ে ঢুকে ডাকাত সেজেছে। তবে এ ঘটনার সাথে যারা জরিত তাদের আটকের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এ ব্যাপারে কোর রকম ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।
এদিকে এ ঘটনায় মোঃ শফিকুল ইসলাম মনি বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন ফরিদপুর কোতয়ালী থানায়।