ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে, বিভিন্ন হাসপাতালে ভর্তি ১২৭জন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ০১, ২০১৯

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে, বিভিন্ন হাসপাতালে ভর্তি ১২৭জন


 

সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
ফরিদপুরে বসবাসরত ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে ১৪ জনে। গত ২০ জুলাই থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফরিদপুরের সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে মোট ১২৭জন। এর মধ্যে তিনজনকে ঢাকায় স্থনান্তর করা হয়েছে। ৩০জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে মোট ৯৪জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন(বিকেল পর্যন্ত)।

 


ফরিদপুরে চিকিৎসাধীন ও চিকিৎসা নেয়া ডেঙ্গু আক্রান্ত ১২৭জন রোগীর মধ্যে ১৪ জন ফরিদপুরে অবস্থান কালেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বাকিদের বড় অংশ এসেছে ঢাকা থেকে। এছাড়া রাজবাড়ী, মাদারীপুর, ঝিনাইদহসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে চিকিৎসা নিয়েছেন কিংবা নিচ্ছেন।
 

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. কামদা প্রসাদ সাহা জানান, ফমেক হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৮৮জন ভর্তি হয়েছে। এরমধ্যে দুইজন ঢাকায় স্থনান্তরিত হয়েছেন, ২১জন চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে ফিরে গেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন।
 

কামদা প্রসাদ সাহা জানান, ফরিদপুর মেডিকেলে বর্তমানে যে ৬৫জনের চিকিৎসা চলছে তার মধ্যে ১৪জন ফরিদপুরে বসে আক্রান্ত হয়েছেন। আগে এ সংখ্যা ছিল দুইজন। গত বুধবার ও বৃহস্পতিবার ফরিদপুরে আক্রান্ত হওয়া আরও ১২জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
 


ফরিদপুরের সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, ফরিদপুর জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন ভর্তি হয়েছিলেন। এরমধ্যে দুইজনকে যথাক্রমে ঢাকা মেডিকেল ও ফরিদপুর মেডিকেলে স্থনান্তর করা হয়েছে। বর্তমানে ওই হাসপাতালে দুইজন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে।
 

সিভিল সার্জন আরও জানান, ফরিদপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছিলেন ৩৫জন। এরমধ্যে আটজন সুস্থ হয়ে চলে গেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৭জন।

Post Top Ad

Responsive Ads Here