মেহেরপুর পৌরসভার সড়ক সংস্কার ও ড্রেন নির্মান কাজের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২৫, ২০১৯

মেহেরপুর পৌরসভার সড়ক সংস্কার ও ড্রেন নির্মান কাজের উদ্বোধন

মেহের আমজাদ,মেহেরপুর -
তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুর পৌরসভার তাঁতীপাড়া সড়কের সংস্কার ও আরসিসি ড্রেন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন পৌরসভা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম পালুকে নিয়ে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন। উদ্বোধন কালে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সাবেক পৌর ও সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার আমিরুল ইসলাম পালু, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেন,প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন প্রমুখ। উদ্বোধন শেষে সেখানে মোনাজাত করা হয়।
উল্লেখ্য, দীর্ঘ বছর ধরে এই সড়কটির সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। পৌর মেয়র নিজ উদ্যোগে প্রকল্পের মাধ্যমে এবং সাবেক উপজেলা চেয়ারম্যানকে সাথে নিয়ে উদ্বোধন করায় এলাকার মানুষ পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনকে অভিনন্দন জানিয়েছেন। সড়ক সংস্কার কাজের নির্মান ব্যয় ৪০ লক্ষ ৭ হাজার ৫৫ টাকা ও আরসিসি’র এ ড্রেন নির্মানের ব্যয় ২৪ লক্ষ ৯৩ হাজার ৬৫৫ টাকা ধরা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here