ফরিদপুরে গত ২৪ ঘন্টায় আরও ৮৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ১৮, ২০১৯

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় আরও ৮৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে প্রতিদিন ডেঙ্গু জ্বরের পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার একদিনেই দুজন ডেঙ্গু রোগির মৃত্যুর ঘটনা ঘটেছে হাসপাতালে। এনিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরকারী হিসেবে শিশুসহ এ পর্যন্ত ০৫ জন ডেঙ্গু রোগির মৃত্যু ঘটনা ঘটেছে। 

 
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন আরও ৮৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১১১৯ জন রোগী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন জেলার বিভিন্ন হাসপাতালে ৩৭২ জন রোগি।
 
ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৯ জনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রোগী ভর্তি হয়েছেন এরমধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬২ জন রোগি ভর্তি হয়েছে।
 
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোহাঃ এনামুল হক জানান, গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত মোট ১১১৯ জন ভর্তি হয়েছিলেন। বর্তমানে ভর্তি আছেন ৩৭২জন। এছাড়া এ পর্যন্ত ৬১১ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদিকে ১৩১ জনকে ঢাকায় স্থনান্তর করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here