সাবেক ক্রিকেটারদের মিলন মেলায় ঘোষণা ফরিদপুরের ক্রিকেটের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Tuesday, August 13, 2019

সাবেক ক্রিকেটারদের মিলন মেলায় ঘোষণা ফরিদপুরের ক্রিকেটের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে


ফরিদপুর প্রতিনিধি :
সাবেক ক্রিকেটদের মিলনমেলায় ফরিদপুরের ক্রিকেটের গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় ঘোষণা করা হয়েছে।
 
 
আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়াম চত্বরে জেলার সাবেক ও জাতীয় দলের ক্রিকেটারদের মিলন মেলায় এ ঘোষণা দেওয়া হয়।
 
 
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম লেভীর সভাপতিত্বে মিলন মেলায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিসিসির ঢাকা বিভাগীয় কোচ মোখলেসুর রহমান বাবলু, আইসিসির প্যানেল আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, ঢাকা ডায়নামিকসের বোলিং কোচ, সাবেক জাতীয় দলের ক্রিকেটার তালহা জুবায়ের, সাবেক ক্রিকেটার সাইফুল ইসলাম এফি, মানস বন্দ্যোপাধ্যায় শন্টু, মিজানুল ইসলাম মিজু, মাহবুবুল হাসান পিংকু, অনুর্ধ ১৯ দলের ক্রিকেটার নাইম শেখ প্রমুখ।
 
 
এছাড়াও জেলার ও জাতীয় দলের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তুলেন।
 
বক্তারা বলেন, ক্রীড়াই শক্তি, তারুণ্যের সবটুকুই আমরা ক্রিকেটকে দিয়েছি। তারা বলেন, ফরিদপুরের ক্রিকেটকে সেই গৌরবময় দিনগুলোতে ফিরিয়ে নিতে যা যা করার আমরা করব।
 
 
ফরিদপুর ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ফরিদপুর ক্রিকেট একাডেমির যৌথ উদ্যোগে ও ফরিদপুর জেলা ক্রীড়ার সংস্থার সহযোগিতায় সাবেক ক্রিকেটারদের দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

No comments: