পীরগঞ্জে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০১৯

পীরগঞ্জে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ


ময় সংবাদ ডেস্ক-
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের টিএনটি এলাকার কাজী নজরুল ইসলাম সড়কে কাঁদামাটি সৃষ্টি হওয়ায় রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে বিক্ষুব্ধ পথচারীরা।

জানা গেছে, উপজেলা প্রাণিসম্পদ অফিস, পল্লী বিদ্যুৱ জোনাল অফিস, টেলিফোন অফিস ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার ৪টি ইউনিয়নের মানুষের প্রবেশ পথ শহরের টিএনটি এলাকার কাজী নজরুল ইসলাম সড়ক।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের টিএনটি এলাকার কাজী নজরুল ইসলাম সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দের সৃষ্টি হলে পথচারীসহ যানবাহন চলাচলে অযোগ্য হয়ে পড়ে। এতে সংশ্লিষ্ট বিভাগ রাস্তা মেরামতের উদ্যোগ না নেয়ায় পৌর কর্তৃপক্ষ সড়কের কাপেটিং তুলে রাস্তায় ইটভাটার রাবিশ ফেলে চলাচলের উপযোগী করার চেষ্টা করে।

এতে বৃষ্টির পানিতে রাস্তাটি অসহনীয় পর্যায়ে কাদামাটিতে পরিণত হয়ে পথচারীসহ যানবাহন চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন। এ ঘটনার প্রতিবাদ জানাতে বিক্ষুব্ধ পথচারীরা বৃহস্পতিবার দুপুরে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

এ ব্যাপারে পীরগঞ্জ পৌরসভার মেয়র কশিরুল আলম জানান,নজরুল ইসলাম সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে হওয়ার কারণে পৌরপক্ষ থেকে রাস্তাটি কাজ করা সম্ভব হয়নি। জনস্বার্থে রাস্তাটিতে মাটি ফেলে চলাচলের উপযোগী করার চেষ্টা করেছি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন জানান, রাস্তাটির পুনণির্মাণের জন্য চাহিদাপত্র পাঠিয়েছি। অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here