ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্যের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ০৮, ২০১৯

ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্যের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

সময় সংবাদ ডেস্ক//
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার মহানবমীতে সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত ফরিদপুর শহরের বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে বেড়িয়েছন ফরিদপুর ৩- আসনের সংসদ সদস্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি আলহা¦জ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। এ সময় তিনি আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ করেন।

মন্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, যুগ্নসম্পাদক ঝর্না হাসান, যুবলীগের আহ্বায়ক এএইচ এম ফোয়াদ, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী চৌধুরী বরকত ইবনে সালাম, প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here