ফরিদপুরে শিশু ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ০৮, ২০১৯

ফরিদপুরে শিশু ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন

সময় সংবাদ ডেস্ক//
ফরিদপুরে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওহিদ বিশ্বাস নামে এক জনকে যাবজ্জীবন কারাদ, ১ লক্ষ টাকার অর্থদ, অনাদায়ে আরো ২ বছর বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। 

সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আলমগীর কবির এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ওহিদ বিশ^াস ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রামের লিয়াকত বিশ্বাসের ছেলে।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) স্বপন পাল জানান, ২০১৬ সালের ১৬ নভেম্বর বেলা ১১ টার দিকে ওই শিশুকে নিয়ে গিয়ে প্রতিবেশী বিপ্লব মালীর ঘরে ধর্ষণ করে ওহিদ বিশ্বাস। শিশুটির চিৎকারে তার মা এগিয়ে আসলে ওহিদকে পালিয়ে যেতে দেখে। আশংকাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই শিশুটির মা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করলে রাতে ওহিদকে আটক করে পুলিশ।

মামলার শুনানী ও সাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ প্রমানীত হওয়ায় আদালত সোমবার এ রায় ঘোষণা করে

Post Top Ad

Responsive Ads Here