মেহের আমজাদ, মেহেরপুর//
মেহেরপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে “জন্ম সনদ শিশুর অধিকার,বাস্তবায়নের দায়িত্ব সবার”এই প্রতিপাদ্যে গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় জন্ম নিবন্ধন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইবাদত হোসেন, সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বোরহান উদ্দীন আহাম্মেদ চুন্নু, আনারুল ইসলাম, মোঃ শাহ্জামান প্রমুখ।