মহেশপুরে পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০৯, ২০১৯

মহেশপুরে পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাদহের মহেশপুর থানাধীন ভৈবরা পুলিশ ফাঁড়ির অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম জানান,৭ অক্টোবর রাত্রে গোপন সংবাদে জানতে পারি বাঁশবাড়ীয়া ইউপির রুলী গ্রাম দিয়ে একদল গাঁজা ব্যবসায়ী গাঁজা নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিত্বে আমার দিক নির্দেশনা মোতাবেক থানাধীন ভৈরবা ফাঁড়ি পুলিশের আইসি এস আই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে রুলী এলাকায় অভিযান চালালে এসময় গাঁজা ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে টেপ জড়ানো ৪ পুটলা গাঁজা ফেলে তারা পালিয়ে যায়। এসময় পুলিশ রুলী দায়পাড়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৮ কেজি গাজা উদ্ধার করা হয়।এ ব্যাপারে ৮ অক্টোবর ১। বিপুল (২৮) ২। শাহিন ফকির (২৬) ৩। আব্দুল মান্নান (৫০) ৪। আলমগীর বিশ্যাস আলম (৪২) ৫। জহুরুল ইসলামের নাম উল্লেখ করে মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। যার নং- ২১ ।

Post Top Ad

Responsive Ads Here