সাহিত্যে নোবেল পেলেন হ্যান্ডকে-তুকারজুক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০১৯

সাহিত্যে নোবেল পেলেন হ্যান্ডকে-তুকারজুক

সময় সংবাদ ডেস্ক//
সাহিত্যে ২০১৯ ও ২০১৮ সালের নোবেল ঘোষণা করা হয়েছে। এ বছর বিশ্বের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার পেয়েছেন অস্ট্রিয়ান উপন্যাসিক, নাট্যকার ও অনুবাদক পিটার হ্যান্ডকে। অন্যদিকে ২০১৮ সালের জন্য নোবেল পেয়েছেন পোল্যান্ডের লেখক, অধিকারকর্মী ও বুদ্ধিজীবী ওলগা তুকারজুক।

বৃহস্পতিবার সুইডেনের স্থানীয় সময় দুপুর ১২টার দিকে (বাংলাদেশ সময় বিকেল প্রায় ৫টা) একসঙ্গে দুই বছরের সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। 

সাহিত্যে অবদানের জন্য এর আগে পিটার হ্যান্ডকে ফ্রাঞ্জ কাফকা পুরস্কার, আমেরিকা অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল ইবসেন অ্যাওয়ার্ডসহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন

অন্যদিকে গত বছরই ‘ফ্লাইটস’ উপন্যাসের জন্য ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ পান ওলগা তুকারজুক।  

এবারই প্রথম সাহিত্যে গেলবারেরটাসহ দুই বছরের নোবেল একসঙ্গে ঘোষণা করা হলো। বিতর্কের কারণে গত বছর এ বিভাগে পুরস্কার স্থগিত রাখা হয়। 

Post Top Ad

Responsive Ads Here