চিকিৎসকের বিরুদ্ধে ২০০ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ২০, ২০১৯

চিকিৎসকের বিরুদ্ধে ২০০ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ



 সময় সংবাদ ডেস্ক//
৬৮ বছর বয়সী জোয়েল লে স্কোয়ারনেক নামের ফ্রান্সের অবসরপ্রাপ্ত এক শৈল্য চিকিৎসকের বিরুদ্ধে ২০০'র বেশি শিশুর ওপর যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০১৭ সালে প্রথমবারের মতো প্রতিবেশী ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে বেরিয়ে আসে দু'শোরও বেশি শিশুকে যৌন নির্যাতনের খবর।

তদন্তে চিকিৎসকের একটি গোপন ডায়রি পাওয়া যায়, যেখানে ২০০'র বেশি শিশুকে যৌন নির্যাতন চালানোর বর্ণনা লিখে রেখেছেন তিনি। শিশুদের সবার নামও লিপিবদ্ধ আছে সেখানে। এতে যৌন নির্যাতনের শিকার শিশুদের খুঁজে বের করে ২০৯ জনকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা।
প্রসঙ্গত, এসব ঘটনায় ১৮৪ জন নির্যাতিত চিকিৎসকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছে যার মধ্যে ১৮১ জনই শিশু অবস্থায় তাদের ওপর চালানো নির্যাতনের কথা জানিয়েছেন।

আগামী বছরের মার্চে চিকিৎসকের বিরুদ্ধে বিচারকাজ শুরু হবে।

Post Top Ad

Responsive Ads Here