ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের নিজ কার্যালয় মাওলানা ভাষানী সড়কে মঙ্গলবার রাতে কামাল হোসেন (৪৩) ও পলাশ (৩০) নামে দুই যুবককে মাথায় কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা । ঝিনাইদহ-২ আসনের সরকার দলীয় এমপির পিএস কামাল হোসেন হরিণাকুন্ডুর বড় ভাদড়া আব্দুল জলিল মন্ডলের ছেলে। তিনি আরাপপুর এলাকায় বসবাস করেন। অন্যদিকে আহত পলাশ একই উপজেলার ছোট ভাদড়া গ্রামের শাহজামালের ছেলে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে মাথায় কোপায়ে যখম করে পালায়ে যায়। পুলিশ জানায় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কামাল হোসেন তার অফিসে বসে ছিলেন। এ সময় ৮-১০ জন অর্তকিত ভাবে তাকে ও তার সাথে থাকা পলাশকে কুপিয়ে জখম করে। তবে কে বা কারা এই হামলার সাথে জড়িত তা দলীয় ও পুলিশ সুত্রগুলো নিশ্চত করতে পারেনি। ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দীন জানান, হামলার সাথে জড়িতদের খুজে বের করা হবে। এদিকে খবর পেয়ে জেলা পুলিশের সুপার হাসানুজ্জামানসহ কর্মকর্তারা হাসপাতালে আহতদেরকে দেখতে যান। রাতে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে শহরে বিক্ষোভ মিছিল করেন জেলা সেচ্ছাসেবকলীগে সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাসের নেত্রীতে।

