ব্রাহ্মণবাড়িয়ায় বাক-প্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ১৫, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ায় বাক-প্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যা


সময় সংবাদ ডেস্ক//
ব্রাহ্মণবাড়িয়ায় এক বাক-প্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম শফিকুল ইসলাম (২৬)।

বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বৈষ্ণবপুরে এই ঘটনা ঘটে।

নিহত শফিকুল ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আবুল খায়ের মিয়া ও জামাল মিয়ার গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিল। কিছু দিন আগে এই বিরোধ মীমাংসা হয় সালিসের মাধ্যমে।

রাতে জামাল মিয়ার গোষ্ঠীর ইমাম হোসেন লুকিয়ে স্থানীয় রুবেল মিয়ার বাড়িতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে রুবেলের স্ত্রী সুমাইয়াকে (১৮) ইমাম হোসেন ঝাপটে ধরে। 

এদিকে, রুবেল বাড়িতে এসে ইমাম হোসেনকে দেখে ঘরে আটক করে এলাকাবাসীকে খবর দেয়। এরই মধ্যে সুযোগে পালিয়ে যায় ইমাম হোসেন। ইমাম হোসেন পালিয়ে গিয়ে জামাল মিয়ার গোষ্ঠীর লোকজনকে জানায় যে খায়ের মিয়ার গোষ্ঠীর লোকজন তাকে মারধর করেছে। পরে জামাল মিয়ার গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। তারা খায়ের মিয়ার গোষ্ঠীর শফিকুল ইসলামে কুপিয়ে হত্যা করে। 

এ সময় হামলায় সিরাজ মিয়া (৫০), আহাম্মদ আলী (৬৫), আশেক (২৪), বাদশা (১৮), আশেক (২৪), ইসমাইল (৩০), রুবেল (২৮), তাজুল ইসলাম (৫৬), আহাদ মিয়া (৩৮), শাবলু (২২), মুসা মিয়া (২৮) আহত হন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আহত আরও কয়েকজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত রুবেল বলেন, আমার ভাইকে কুপিয়ে হত্যা করে হামলাকারীরা। আমার ভাইয়ের হত্যার বিচার চাই৷

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে আছে। এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দেয়নি কেউ।

Post Top Ad

Responsive Ads Here