ধেয়ে আসছে বুলবুল, প্রস্তত রাঙামাটি জেলা প্রশাসন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ১০, ২০১৯

ধেয়ে আসছে বুলবুল, প্রস্তত রাঙামাটি জেলা প্রশাসন



মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। শনিবার সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক বিশেষ সভায় এ তথ্য জানানো হয়।

সভায় রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, রাঙামাটিতে ৪০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বিভিন্ন পাহাড়ি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছে। ঘূর্ণিঝড় সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এলাকায় এলাকায় মাইকিং অব্যাহত আছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপদ বিভাগ, স্বেচ্ছাসেবক দল, রেড ক্রিসানসহ বিভিন্ন মহলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আশ্রয় কেন্দ্রের জন্য পর্যাপ্ত খাবারও মজুত রাখা হয়েছে। এছাড়া যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন।

এসময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, রাঙামাটি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার, রাঙামটি পৌর প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন উপস্থিত ছিলেন।


Post Top Ad

Responsive Ads Here