রি মসজিদ ভেঙ্গে রাম মন্দির রায় দিয়েছে ভারত ,এর প্রতিবাদ জানিয়ে সভার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৩, ২০১৯

রি মসজিদ ভেঙ্গে রাম মন্দির রায় দিয়েছে ভারত ,এর প্রতিবাদ জানিয়ে সভার

সময় সংবাদ ডেস্ক//
ঐতিহাসিক ভারতের বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির গরাড় জন্য রায় দিয়েছে ভারতীয় উচ্চ আদলত । এ রায়ের প্রতিবাদ জানিয়ে আগামী কাল ( ১৪-১১-২০১৯) চরভদ্রাসন বাজার  জামে মসজিদে বাদ যোহর এক প্রতিবাদ স্বরুপ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এটা মুসলমানে উপর এক ধরনের প্রকাস্য জুলুম করছে হিন্দু ধমীয়রা। আমরা এর পতিবাদ জানিয়ে আলোচনা সভায় অংস গ্রহন করবো ।

Post Top Ad

Responsive Ads Here