বড়াইগ্রামে টিফিনের টাকা বাঁচিয়ে ৫৫ হাজার গাছ রোপনে উচ্ছ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ১৫, ২০১৯

বড়াইগ্রামে টিফিনের টাকা বাঁচিয়ে ৫৫ হাজার গাছ রোপনে উচ্ছ


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
একটি উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিনে টিফিনের টাকা বাঁচিয়ে ৫৫ হাজার গাছের চারা রোপন বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত। এ ধরণের দৃষ্টান্ত তৈরী করায় আমি উচ্ছ¡সিত। শুক্রবার সকালে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া সেন্ট যোশেফস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে টিফিনের টাকা বাঁচিয়ে ৫৫ হাজার গাছের চারা রোপন কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানের সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এ কথা বলেন । তিনি এ ধরণের দৃষ্টান্তমূলক কাজ করায় শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একই সাথে এ ধরণের ব্যতিক্রম অনুষ্ঠানে তাকে অতিথি হিসেবে আমন্ত্রণ করায় আনন্দ প্রকাশ করেন। 

সবুজের জয়গানে এসো মিলি প্রাণে  প্রাণে এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে ৫৫ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ পিএএ।  বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, বন সংরক্ষক সামাজিক বন অঞ্চল বগুড়া ড. মো. জগলুল হোসেন, উপজেলা নির্বাহি অফিসার আনোয়ার পারভেজ, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন ও অন্যদের মধ্যে সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর ফাদার শংকর ডমিনিক গোমেজ, কথা সাহিত্যিক আবুল কালাম মো. আজাদ ও এ অনুষ্ঠানের অন্যতম পৃষ্টপোষক নিউজ ২৪ এর রিপোর্টার জুবায়ের আল মাহমুদ প্রমূখ।  

অনুষ্ঠান শেষে উপমন্ত্রী গাছের চারা রোপনে অবদান রাখায় সংশ্লিষ্ট ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Post Top Ad

Responsive Ads Here