দাউদকান্দিতে সেতুর নিচে বস্তা বস্তা পেঁয়াজ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০১৯

দাউদকান্দিতে সেতুর নিচে বস্তা বস্তা পেঁয়াজ



সময় সংবাদ ডেস্ক//
সারাদেশে পেঁয়াজের দাম যখন লাগামহীন, তখন কুমিল্লার দাউদকান্দিতে ময়লার ভাগাড়ে বস্তা বস্তা পচা পেঁয়াজ পাওয়া গেছে। রোববার গভীর রাতে উপজেলার গৌরীপুর পূর্ব বাজার সুবল আফতাব উচ্চ বিদ্যালয় সংলগ্ন সেতুর নিচে কে বা কারা এসব পেঁয়াজ ফেলে যায়।

সোমবার সকালে সেতুর নিচে পেঁয়াজের বস্তার ছবি অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান ও গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আ স ম আব্দুর নুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আ স ম আব্দুর নুর সমকালকে বলেন, ৬০-৭০ বস্তা পেঁয়াজ সেতুর নিচে ময়লার স্তুপে পাওয়া গেছে। করা এ পেঁয়াজ ফেলে গেছে সেটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

Post Top Ad

Responsive Ads Here