সারাদেশে ৪৫ টাকায় পিয়াজ বিক্রি জোরদার টিসিবির - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০১৯

সারাদেশে ৪৫ টাকায় পিয়াজ বিক্রি জোরদার টিসিবির

সময় সংবাদ ডেস্ক//
পিয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সারাদেশে ৪৫ টাকায় বিক্রির কার্যক্রম জোরদার করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও সিনিয়র তথ্য অফিসার মো. আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকাসহ দেশজুড়ে বিভাগ ও জেলা পার্যায়ে ৪৫ টাকা মূল্যে পিয়াজ বিক্রি জোরদার করেছে টিসিবি। ঢাকা শহরের ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে এ পিয়াজ বিক্রি চলছে। 
''সরকার বিশেষ উদ্যোগ নিয়ে আকাশ ও সমুদ্র পথে পর্যাপ্ত পিয়াজ আমদানি শুরু করেছে। ইতোমধ্যে আকাশ ও সমুদ্র পথে পিয়াজের চালানগুলো দেশে পৌঁছাতে শুরু করেছে। বিভিন্ন এয়ারলাইন্সে মিশর, তুরষ্ক, পাকিস্তান থেকে এসব পেঁয়াজ আমদানি হচ্ছে। সরকার পিয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে টিসিবির মাধ্যমে বিক্রির ব্যবস্থা গ্রহণ করেছে।''

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশি পিয়াজ (পাতাসহ) বাজারে এসেছে। পিয়াজের মূল্যও দ্রুত গতিতে কমছে। এখন পিয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here