ঝিনাইদহ প্রতিনিধিঃ
আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় দু-দল গ্রামবাসির মধ্যে সংঘর্ষ ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষ ও ভাংচুরের ঘটনাটি সোমবার সকালে উপজেলার ধুলীয়াপাড়া গ্রামে। এ সময় মহিলা সহ ৭ ব্যক্তি আহত ও ২০টা বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। আহতদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
এলাকাবাসি জানায় আধিপত্য নিয়ে ধুলীয়াপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে রশিদ মাতব্বর ও মকবুল মৌরীর মধ্যে বিরোধ চলে আসছে। রবিবার সন্ধায় রশিদ ও মকবুল মৌরীর সমর্থকদেও মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই সূত্র ধরে সোমবার সকালে মকবুল সমর্থকরা রশিদ সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় খাতের আলী, ইউনুস মন্ডল, আবু কালাম, মাছুমা রাবেয়া খাতুন সহ ৭ ব্যক্তি আহত ও সফিউদ্দিন খান, ওবায়েদ আলী, আবু কালাম, মনোয়ার, হেলাল খান, কুদ্দুস, আয়ুব আলী, নায়েব আলী, নিজাম, লতিফের বাড়ি সহ ২০টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। আহত ৫ জনকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ক্ষতিগ্রস্থ মনোয়ার খান বলেন, সোমবার ভোরে মকবুল ও পলাশ সমর্থকরা তাদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটায়।ইতিপূর্বে একাধিক বার এই দুইজনের নেতৃত্বে নিরীহ জনগনের উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এলাকাবাসি প্রসাশনের হস্তক্ষেপ কামনা করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান বলেন ধুলীয়াপাড়া গ্রামে দু-দল গ্রামবাসির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

