সুপ্রিম কোর্টের সামনে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গাড়ি ভাঙচুর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০১৯

সুপ্রিম কোর্টের সামনে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

সময় সংবাদ ডেস্ক//
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। এসময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।  এক পর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। 

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হঠাৎ করে উচ্চ আদালতের প্রধান ফটকে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। যদিও এ হঠাৎ অবস্থানে দলটির কোনো শীর্ষ নেতাকে দেখা যায়নি।

এসময় তাদের হাতে কোনো প্রকার ব্যানার কিংবা ফেস্টুন ছিল না। কেবল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে শোনা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিএনপি নেতাকর্মীরা ওই এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

পরে পুলিশ আরও মারমুখী হলে বিএনপি নেতাকর্মীরা ফের প্রেসক্লাবের দিকে চলে যায়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।

Post Top Ad

Responsive Ads Here