“সচেতন, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙ্গামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।
রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ সদর উপজেলা নির্বাহি অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, উপজেলার মহিলা ভাইসচেয়ারম্যান
নাসরিন আক্তারসহ অন্যান্য র্কমর্কতাগণ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক রতন কুমার নাথ।