বিশ্ব নবী মুহাম্মদ (স:) এর আগমন উপলেক্ষ রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জশনে জুলুছ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ০৭, ২০১৯

বিশ্ব নবী মুহাম্মদ (স:) এর আগমন উপলেক্ষ রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জশনে জুলুছ

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:
বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স:) এর পৃথিবীতে শুভ আগমন উপলেক্ষ রাঙামাটি শহরে এবার বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নববী পালন করা হবে বলে জানিয়েছে গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ।

প্রায় ১০হাজার ধর্মপ্রাণ মুসলমান মুসল্লীর উপস্থিতে ৮ই নভেম্বর শুক্রবার রাঙামাটি শহরে জশনে জুলুছের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োাজন করা হয়েছে। 

বুধবার সকালে জেলা শহরের একটি ব্যক্তিমালিকানাধীন রেস্টেুরেন্টে সংবাদ সন্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

আগামী ৮নভেম্বর জুম্মার নামাজের পর শহরের রিজার্ববাজার জামে মসজিদ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে এবং বনরূপা জামে মসজিদে এসে মিলাদ, কিয়াম, মুসলিম উম্মার শান্তির জন্য মোনাজাত এবং তবরুক বিতরণের মধ্য দিয়ে এ র‌্যালিটি সমাপ্তি ঘোষণা করা হবে বলে বক্তারা জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অত্র কমিটির রাঙামাটি শাখার আহবায়ক হাজী মুছা মাতব্বর, সদস্য সচিব মুহাম্মদ আবু সৈয়দ, সদস্য হাজী আব্দুল করিম খানসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।


Post Top Ad

Responsive Ads Here