ভোলায় জলদস্যুর ধাওয়ায় নিহত-১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ১৫, ২০১৯

ভোলায় জলদস্যুর ধাওয়ায় নিহত-১

এ,কে এম গিয়াসউদ্দিন[ভোলা]ঃ
ভোলার মেঘনায় জলস্যুদের ধাওয়া খেয়ে ডালিম (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় অপহৃত হয়েছে জাফর নামের অপর একজন। তাদের বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে।

এর আগে ভোর রাতের দিকে মেঘনার ভোলার খাল পয়েন্টে এ দস্যুতার ঘটনা ঘটে।ভোলা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন শীল জানান, সিলেট থেকে একটি বালু বোঝাই কার্গো চট্রগ্রামের দিকে যাচ্ছিলো। এ সময় ভোর রাত ৪টার দিকে একটি দস্যু বাহিনী ভোলার খাল পয়েন্টে এসে কার্গোটি ডাকাতির চেষ্টা করে।

ডাকাতির ধাওয়া খেয়ে এক শ্রমিক ইঞ্জিন রুমে অবস্থান নেয়ার পর মৃত্যু হয়। পরে কার্গোর মালিক জাফরকে অপহরন করে নিয়ে যায় দস্যুরা। সন্ধ্যায় জলদস্যুদের মুক্তিপন দিয়ে তাকে উদ্ধার করা হয়।

এই ঘটনায় এক বিকাশের এজেন্টকে আটক করা হয়। তিনি আরো জানান, নিহতের লাশ পুলিশি হেফাজতে রয়েছে, পুলিশ পুরো বিষটির তদন্ত করছে। নিহতের বাড়ি বরগুনা জেলায় বলে জানা যায়।

Post Top Ad

Responsive Ads Here