আবু মুসা নাটোর থেকেঃ
নাটােরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল জলিল প্রামাণিকের শােকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিম্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাটাের সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটাের-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডভােকেট কােহেলী কুদ্দুস মুক্তি, জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মােল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, যুগ সম্পাদক মােয়াজ্জেম হােসেন বাবলু, জেলা আওয়ামীলীগের সদস্য মাজেদুল বারী নয়ন ও মরহুমের ছেলে নাজমুল ইসলাম মিন্টু বক্তব্য রাখেন। সভায় অন্যান্যর মধ্যে নাটাের সদর উপজেলা চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান, উপস্থিত ছিলেন।
উল্লোখ্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক গত ২৭ অক্টােবর অসুস্তাজনিত কারণে ইন্তেকাল করেন।