'ধিক্কার জানাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-কে' - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ২০, ২০১৯

'ধিক্কার জানাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-কে'


                                                  বাংলাদেশ বিমান বন্দর এর ছবির ফলাফল
 সময় সংবাদ ডেস্ক//
২০-১১-২০১৯ তারিখের ইএ ০০৯১ বিমানটি (ঢাকা-কলকাতা, সময়: ৭.০৫ ) আকাশে অবতরণ করে প্রায় ২০ মিনিট পরে কলকাতায় না নেমে তখনই ঘোষণা করে যে, বিমানটিতে 'ঞবপযহরপধষ ঢ়ৎড়নষবস'; যা কলকাতায় সারানো যাবে না, কাজেই বিমানটি পুনরায় বাংলাদেশ ফিরবে এবং বিমানটি বর্তমানে আবারও বাংলাদেশে ফিরে এসেছে..

এখন আমার প্রশ্ন হল: বাংলাদেশ বিমান 'ঊহমরহববৎরহম ংবপঃরড়হ' এর কোনো ধরনের ঈষবধৎবহপব ছাড়া কীভাবে আকাশে অবতরণ করে? এতজন মানুষের জীবন নিয়ে তারা কীভাবে এ কাজ করতে পারে..

কত মানুষের ৯.০০ মিটিং, কনফারেন্স, ট্রানজিট আছে, যার কারণে তারা মধ্যরাতে উঠে রওনা হয়েছেন, তা না হলে তো তারা ১০.০০ বিমানগুলোতে যেতে পারতেন ...
বাংলাদেশ বিমানের এই দায় ভার কে নেবে???
নিন্দা ও প্রতিবাদ জানাই বাংলাদেশ বিমানকে...
আশা করি, আপনারাও প্রতিবাদ করবেন যার যার অবস্থান থেকে ...!
সকল টিভি চ্যানেল ও প্রিন্ট মিডিয়াকে অনুরোধ করবো এই বিষয়ে সাহায্যের জন্য...


Post Top Ad

Responsive Ads Here