বরিশালে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০১৯

বরিশালে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান


    
সময় সংবাদ ডেস্ক//
ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে বরিশালের ১০ উপজেলার ৫০টি প্রাথমিক, ১০টি মাধ্যমিক বিদ্যালয় আংশিক ও দুইটি মাদ্রাসা ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। জেলা প্রশাসকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

সূত্রমতে, বুলবুলের তান্ডবে সম্পূর্ন বিধ্বস্ত হয়েছে গৌরনদী উপজেলার উত্তর দিয়াশুর পীর দুদু মিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার টিনসেটের সু-বিশাল ভবনটি। এতে হুমকির পরেছে মাদ্রাসার ২৫০জন শিক্ষার্থীর শিক্ষা জীবন। তবে মাদ্রাসা ভবন বিধ্বস্ত হওয়ার পরেও খোলা আকাশের নিচে পাঠদান অব্যাহত রেখেছেন শিক্ষকরা। 

জানা গেছে, ১৯৮৪ সালে উত্তর দিয়াশুর স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাটি চালু হওয়ার পর থেকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা দিয়ে আসছেন মাদ্রাসার দশজন শিক্ষক। মাদ্রাসাটি এলাকার মানুষের দান অনুদানে চললেও ঘূর্নিঝড় বুলবুলের তান্ডবে মাদ্রাসার টিন সেটের ভবনের ওপর বিশাল আকৃতির দুইটি গাছ উপরে পরে কক্ষগুলো সম্পূর্ন বিধ্বস্ত হয়েছে। ফলে মঙ্গলবার সকাল থেকে খোলা আকাশের নিচেই পাঠদান শুরু করেছে শিক্ষকরা। মাদ্রাসাটি চালু রাখতে এলাকার বিত্তবানদের প্রতি আহবান করেছেন এলাকাবাসী। ধর্মীয় ও সাধারণ শিক্ষা দেওয়া এ প্রতিষ্ঠানটি রক্ষায় মাদ্রাসা শিক্ষকরা স্থানীয় সংসদ সদস্য মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ’র কাছে জোর দাবি করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সদ্য এমপিওভুক্ত হওয়া একই উপজেলার ইল্লার গাইনেরপাড় এলাকার মাদ্রাসা ভবনও ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, আমরা ক্ষতিগ্রস্থ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করেছি। সাধ্য অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে সহায়তা প্রদান করা হবে।

Post Top Ad

Responsive Ads Here