শরীরে কাফনের কাপড়, মুখে খালেদা জিয়ার মুক্তি দাবি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ০৫, ২০১৯

শরীরে কাফনের কাপড়, মুখে খালেদা জিয়ার মুক্তি দাবি




সময় সংবাদ ডেস্ক//
কাফনের কাপড় পরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জহিরুল ইসলাম আপন নামের একজনকে ঘুরে বেড়াতে দেখা গেছে। তিনি আপন হিজড়া নামে পরিচিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিনি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে ঢাকা এসেছেন বলে জানিয়েছেন। শুধু তাই নয়, জিয়া পরিবারের জন্য ফাঁসির মঞ্চে যেতেও রাজি বলে সাংবাদিকদের জানান জহিরুল ইসলাম।

এ সময় তার হাতে দুটি প্ল্যাকার্ডও দেখা যায়। এর একটিতে লেখা- দেশনেত্রীর মুক্তি চাই এবং অন্যটিতে লেখা-খালেদা জিয়ার মুক্তি চাই। শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে চলার পথে খালেদা জিয়ার মুক্তিসহ রাজনৈতিক স্লোগানও দিচ্ছিলেন তিনি।

সাংবাদিকদের জহিরুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমি রাজপথে নেমেছি। আমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলতে পারি জিয়াউর রহমান আমি তোমায় ভালোবাসি। এখন এই ডিসেম্বর মাসে আমাদের একটাই দাবি খালেদা জিয়ার মুক্তি।

তার এসব কর্মকাণ্ডে হাসাহাসি করেতে দেখা গেছে বিএনপি কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে থাকা পুলিশের কর্মকর্তাদের।


Post Top Ad

Responsive Ads Here