চরফ্যাশন প্রতিনিধি//
ভোলা চরফ্যাশনে অবৈধ কারেন্ট ও বেহেন্দী জাল আটক করে আগুনে পুড়িয়ে দেয়ার খবর পাওয়া গিয়াছে।সুত্র জানায় আজ সোমবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের নেতৃত্বে আউট পোষ্ট চর-মানিকার বাংলাদেশ কোস্ট গার্ড কন্ডিজেন্ট কমান্ডার মো.আলগীর হোসেনের পরিচালনা ঢালচর মেঘনা ও তেতুলিয়া অভিযান চালিয়ে ২২পিচ বেহেন্দী জাল ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে।
যার আনুমানিক মুল্য প্রায় ১০লাখ টাকা এবং কারেন্ট জাল যার অনুমানিক মূল্য প্রায় ৩৫লাখ টাকার জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড আউট পোস্ট চর-মানিকা কন্টিনজেন্ট কমান্ডার মো.আলগীর হোসেন বলেন গরীদের জাল পোড়া আমাদের কাজ নয়। তবে অবৈধ কারেন্ট বা বেহেন্দী জাল অবৈধ।