এ,কে এম গিয়াসউদ্দিন [ভোলা]ঃ
জেলার ভোক্তা অধিকার সংরক্ষন অধীদপ্তরের সহকারী পরিচালক বিশেষ অভিযান পরিচালনা করে ভোলা লালমোহনে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় চার ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে।
সুত্র জানায় বুধবার বেলা ১২ টায় লালমোহনে সিন্ধু মেডিকেলহল, শিবলী মেডিকেলহল, বিসমিল্লাহ মেডিকেল হল, এবং মনরমা মেডিকেল হলে ফিজিসিয়াল স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়।
সকল মেয়াদউত্তীর্ণ ঔষধ জব্দ করে চার ব্যবসায়ীর ১৭ হাজার টাকা জরিমানা করেন ভোলা জেলার ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারি পরিচালক মোঃ মাহমুদুল হাসান।