সরাইলে প্রেমিককে না পেয়ে প্রেমিকার আত্মহত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ০৮, ২০১৯

সরাইলে প্রেমিককে না পেয়ে প্রেমিকার আত্মহত্যা


সময় সংবাদ ডেস্ক//
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রেমিককে বিয়ে করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিকা। রবিবার বিকেলে নিহতের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলা অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া পূর্বপাড়ার ভ্যানচালক মস্তু মিয়ার মেয়ে গার্মেন্টসকর্মী উজ্জলা বেগম (২৬)। তিনি প্রায় ১ বছর ধরে প্রেম করে আসছিল একই এলাকার কাঁচামাল ব্যবসায়ী আঞ্জু মিয়ার ছেলে সিএনজি চালক কদর মিয়ার সঙ্গে (২৫)। এর সুবাধে গার্মেন্টকর্মী উজ্জলা বেগম বিভিন্ন সময় তার প্রেমিককে টাকা ধার দেয়। গত বৃহস্পতিবার তাকে বিয়ে করবে বলে খবর দিয়ে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া আনে প্রেমিক কদর মিয়া। শুক্রবার জুমা’র নামাজের পর উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিয়ে করতে অস্বীকার করেন প্রেমিক কদর আলী এবং কর্জের ২০ হাজার টাকার কথা অস্বীকার করেন। ভারাক্রান্ত হয়ে বাড়িতে ফিরে আসে উজ্জলা বেগম। শনিবার বিকেলে বাবার বসত ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে সরাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। মেয়ের বাবা মস্তু মিয়ার অভিযোগ জানান, আমার মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নিয়েছে। বিয়ে করার জন্য খবর দিয়ে বাড়িতে আনে কদর মিয়া। কিন্তু পরিবারের লোকজনের বাধার কারণে বিয়ে করতে অসম্মতি জানায় কদর মিয়া। এ ঘটনায় মস্তু মিয়া বাদী হয়ে সরাইল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন টিটু জানান, ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post Top Ad

Responsive Ads Here