সময় সংবাদ ডেস্ক//
দিনাজপুরে পিকনিকের আড়ালে গোপন বৈঠক করার সময় জামায়াত ইসলামীর জয়পুরহাট জেলা আমীর মোস্তাফিজুর রহমানসহ ৮৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে স্বপ্নপুরী পিকনিক স্পট থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, জয়পুরহাট জেলা জামায়াত আমির মোস্তাফিজুর রহমানসহ জয়পুরহাট, রংপুর, দিনাজপুর জেলা ও এসব জেলার বিভিন্ন উপজেলা জামায়াতের ৮৩ রোকন সদস্য বৃহস্পতিবার দুপুরে দু'টি পিকনিকের বাস ভাড়া করে স্বপ্নপুরীতে গিয়ে অবস্থান নেন। সেখানে তারা গোপন বৈঠক করছিল।
খবরটি জানার পর বিকেল ৪টার দিকে এনএসআই ও নবাবগঞ্জ পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
দু'টি মিনিবাস, তিনটি প্রাইভেটকার, ৮/১০টি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। এ সময় সেখান থেকে কিছু জেহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।