জয়পুরহাটে বিষপানে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ০৭, ২০১৯

জয়পুরহাটে বিষপানে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা

নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুরে নিজগৃহে বিষপানে আত্মহত্যা করেছেন মাদ্রাসা পড়ুয়া ছাত্রী সুমাইয়া আকতার আশা (১৭)।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত (০৫ -ডিসেম্বর) বৃহস্পতিবার উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের রতœহার গ্রামের মোঃ আইনাল মন্ডলের মেয়ে পুঃর্ন গোপিনাথপুর আলীম মাদ্রাসায় পড়ুয়া ১ম বর্ষের ছাত্রী সুমাইয়া আকতার আশা (১৭) সকালে বাড়িতে সকলের অগোচরে ফসলি জমিতে ব্যবহারিক কিটনাশক পান করে অসুস্থ্য হয়ে পড়ে। পরে বাড়ির স্বজনরা টের পেয়ে প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে। সেখানে ক্রমশঃ অবস্থার অবনতি ঘটতে থাকে। ততক্ষণিক কর্তব্যরত চিকিৎসক তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেয়ার জন্য স্বজনদের অবহিত করলে। স্বজনরা তাকে বগুড়া (শজিমেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ছাত্রীর আত্মহত্যার বিষয়ে রিপোর্টটি লেখা পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি ছাত্রীর বাবা আক্কেলপুর থানা পুলিশকে অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে আত্মহত্যার বিষয় নিশ্চিত করে মরদেহ ময়না তদন্তের জন্য থানা হেফাজতে নেয় হয়েছে।

এ ব্যাপারে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আবু ওবায়েদ জানান, শুক্রবার সকালে ছাত্রীর মরদেহেটি ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here