ফরিদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ০৫, ২০১৯

ফরিদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 
সঞ্জিব দাস, ফরিদপুর :
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের মুজিব সড়কস্থ ফরিদপুর প্রেস ক্লাবের নিজস্ব মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 
 
ক্লাব সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাসান উজ্জামানের সঞ্চালনায় মঞ্চে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক স্যার জগদীশ চন্দ্র ঘোষ, অধ্যাপক শাহজাহান, ক্লাবের সহ-সভাপতি সাজ্জাত হোসেন রনি, কামরুজ্জামান সোহেলসহ নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। বিভিন্ন আয় ব্যয় সংক্রান্ত তথ্য পেশ করেন অর্থ সম্পাদক সাহাদাত হোসেন তিতু। 
 
এছাড়া বক্তব্য রাখেন ক্লাবের বিভিন্ন সদস্যরা তারা তাদের বক্তব্যে অসাধ্য সাধন ফরিদপুর প্রেসক্লাবের আধুনিক ভবন নির্মাণের অগ্রগতির জন্য সভাপতিকে ধন্যবাদ জানান। 
 
এছাড়া ক্লাবের যাত্রাকালীন সময়ের কয়েকজন প্রবীন সাংবাদিককে আজীবন সম্মাননা প্রদান করা হয়। 
 
২য় পর্বে শুভেচ্ছা জ্ঞাপন ও প্রীতি ভোজে অংশনেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, ফরিদপুর পৌর মেয়র শেখ মাহ্তাব আলী মেথু, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঝর্না হাসান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যাসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশিল সমাজের ব্যক্তিবর্গ। এ সময় ফরিদপুরের জেলা প্রশাসককে প্রেস ক্লাব মঞ্চে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Post Top Ad

Responsive Ads Here