রেডক্রস ও রেড ক্রিসেন্ট প্রতীকের অপব্যবহার রোধে ফরিদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ০৫, ২০১৯

রেডক্রস ও রেড ক্রিসেন্ট প্রতীকের অপব্যবহার রোধে ফরিদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা


ফরিদপুর :
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ফরিদপুর নদী গবেষণা মিলানায়তনে ফরিদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি স্থানীয় সাংবাদিকদের সাথে রেডক্রস ও রেড ক্রিসেন্ট প্রতীকের অপব্যবহার রোধে ফরিদপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর রেড ক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক সামসুল বারি সানুর সভাপতিত্বে এই ক্যাম্পেইন সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট কেন্দ্রীয় সহকারী পরিচালক খন্দকার এনায়েতুল্লাহ একরাম পলাশ। 

এছাড়া বক্তব্য রাখের ফরিদপুরের সদস্য সাইদুল আহম্মেদ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান উজ্জামান, প্রথম আলোর পান্না বালা, দেশ টিভির মশিউর রহমান খোকন, ৭১ টিভির মনিরুল ইসলাম টিটু, এটিএন বাংলার কামরুজ্জামান সোহেল, এনটিভির সঞ্জিব দাস, এসএ টিভির সুজাউজ্জামান জুয়েল, বাঙালী সময়ের সহ-সম্পাদক বিজয় পোদ্দার, আর টিভির জাকির হোসেন, যুগান্তরের জাহিদ রিপন, ভোরের কাগজের বিভাষ দত্ত, ইন্ডিপেন্ট টিভির মোফিজ শিপনসহ প্রায় ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। 

বক্তরা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট প্রতীকের অপব্যবহার রোধে সকলের মধ্যে এর সচেতনতা ও ব্যবহারের ক্ষেত্রে সকলকে উদ্বদ্ধ করার আহŸান জানান, তারা বলেন জেনেভা কনভেশন কর্তৃক এই স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক সংগঠনটির প্রতীক অনুমোদিত। কিন্তু অর্ধচন্দ্র লাল রঙের প্রতীকটি বর্তমানে অনেক চিকিৎসক, ফার্মাসী ও এ্যাম্বুলেন্সে ব্যবহার হয়ে আসছে যা ঠিক নয়। স্ব স্ব পেশা ও প্রতিষ্ঠানের প্রতীক রয়েছে এই রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতীক অপব্যবহারে আইনগত শাস্তির বিধান রয়েছে। যুদ্ধকালীন ও যে কোন দূর্যোগকালীন সময়ে পৃথিবীর যে কোন স্থানে রেড ক্রিসেন্ট এর প্রতীক ব্যবহৃত যান ও কার্যক্রমে কোন পক্ষই হামলা করে না। তাই এর মর্যাদা রক্ষায় আমরা দেশ ব্যাপি ২০১০ সাল থেকে প্রচারাভিজান শুরু করেছি। ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনের কয়েকটি বিধান বাস্তবায়নের হন্য বাংলাদেশ সরকার “জেনেভা কনভেনশন বাস্তবায়ন আইন ১৯৩৬” সংশোধন করে। এই আইনের দুই অনুচ্ছেদে রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও অন্যান্য প্রতীকের অপব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এতে বলা হয়েছে প্রতীক সংরক্ষণের এই আইন অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অধিকার বলে (পিও, ২৬, ১৯৭৩) ও আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের স্বীকৃতিক্রমে প্রতিষ্ঠাকাল থেকে রেড ক্রস প্রতীক ও ১৯৮৮ সাল থেকে রেড ক্রিসেন্ট প্রতীক ব্যবহার করে আসছে ও প্রতীকের সুরক্ষায় কাজ করে আসছে।
 
এই মত বিনিময় সভায় সংগঠনের পক্ষ থেকে সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধিদের কাছে সাহায্য সহযোগিতা চাওয়া হয়।

Post Top Ad

Responsive Ads Here